ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

যশোরে ৮ জন আদর্শ শিক্ষককে সংবর্ধনা

প্রকাশিত: ০২:২৫, ৬ অক্টোবর ২০১৯

যশোরে ৮ জন আদর্শ শিক্ষককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ রবিবার ৮ জন আদর্শ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। যশোর শিক্ষাবোর্ড অডিটরিয়ামে শিক্ষাতথ্য ও গবেষণা প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন, যশোর এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল আলীম। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যশোর সরকারী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ রবিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক আবু ইমরার গাজী। অনুষ্ঠানের শুরুতে কবি কাজী কাদের নওয়াজ রচিত শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটি পাঠ করেন কবির আত্বিয় আবৃত্বিকার কাজী শাহেদ নওয়াজ। স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষা কর্মকর্তা বিশ্বাস ওয়াহিদুজ্জামান ফাউন্ডেশনের কার্যক্রম ও বিশ্ব শিক্ষক দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের আহব্বান জানান। তিনি আগামীতে এ বিষয়ে প্রতিষ্ঠানে অনুদান প্রদানের ঘোষনা দেন। পরিশেষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পিবিএম এর ৪৫ টি সাব ইন্ডিকেটর এর আলোকে মনেনীত করে ৮ জনকে আদর্শ শিক্ষক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। বক্তাগণ ফাউন্ডেশনের ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষক ডায়েরি ও সটুডেন্ট ডায়েরিসহ বিবিধ শিক্ষা উপকরনের উপকারিতা বিষয়ে এবং এর ব্যবহার শিক্ষকবৃন্দের আরও দক্ষ ও যোগ্য করে তুলবে বলে মন্তব্য করেন।
×