ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩:০৮, ৫ অক্টোবর ২০১৯

হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা সুনামগঞ্জ ॥ বোরো চাষীদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহ ও বিনাসুদে কৃষিঋণ প্রদান, সঠিকভাবে কাজ সম্পাদনকারী পিআইসিদের চুড়ান্ত বিল পরিশোধ, প্রকৃত বোরো চাষিদের তালিকা প্রনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। আজ শনিবার দুপুর ১২ টায় শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক বিজন সেন রায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের হাওড় বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সরকার কৃষকবান্ধব নীতিমালা প্রনয়নসহ নানা মুখি কর্ম পরিকল্পনা গ্রহন করে। যার ফলে কৃষেকের উৎপাদন বাড়ে। কিন্তু ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। ফলে আগামী বোরো মৌসুমে জেলার প্রায় সোয়া দুই লাখ হেক্টর বোরো জমি আবাদ করার সমার্থ নেই বোরো চাষীদের। তাদেরকে বাঁচিয়ে রাখতে সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়। নীতিমালা যেসব পিআইসি সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করেছে তাদেরকে শেষ কিস্তির টাকা পরিশোধ করা করা হয় সাংবাদিক সম্মেলনে। প্রকৃত বোরো চাষী ও বর্গাচাষীদের আলাদা কার্ড প্রদান করে বোরো মৌসুমে কেবলমাত্র তাদের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানান হাওড় বাচাঁও সুনামগঞ্জ বাঁচাও আন্দেলনের এই নেতা। সুনামগঞ্জের বোরো চাষীদের বাঁচিয়ে রাখতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন এখন সময়ের দাবি উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা রনেন্দ্র তালুকদার মিন্টু, সদস্য অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, ইয়াখুব বখত বহলুল, মুর্শেদ আলম, যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা প্রমূখ।
×