ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

দখল ঠেকাতে সরকারি খাস জমিতে দেয়া হলো সাইনবোর্ড

প্রকাশিত: ০২:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

দখল ঠেকাতে সরকারি খাস জমিতে দেয়া হলো সাইনবোর্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ আন্ধারমানিক নদীর তীরের খাস জমির দখল ঠেকাতে উপজেলা ভূমি প্রশাসন জেলা প্রশাসকের পক্ষে সাইনবোর্ড দেয়ার কাজ শুরু করেছে। কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে আন্ধারমানিক নদীর ওপর নির্মানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকার দুই দিকে নদী তীরের খাস জমি দুই মাস আগে দখলের হিড়িক শুরু হয়। অন্তত তিন কিলোমিটার এলাকায় নদী তীর ঘিরে রিং বেড়িবাঁধ দেয়া হয়। এমনকি নদীর মধ্যেও রিংবেড়িবাঁধ দেয়া হয়েছে। একাধিক প্রভাবশালী মহল এই রিং বেড়িবাঁধ দিয়ে সরকারি খাস জমি দখল দৌরাত্মে নামে। বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনের নজরে আসে। সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, জেলা প্রশাসকের নির্দেশে তারা শনিবারে সরকারি খাস জমির মালিক পটুয়খালীর জেলা প্রশাসক মর্মে সাইনবোর্ড টানানো হয়েছে। টিয়াখালী মৌজার এক নম্বর খাস খতিয়ানের অন্তত ৫০ একর জমি ঘিরে চৌহদ্দি দেখিয়ে এ সাইনবোর্ড লটকানো হয়েছে। ফলে আন্ধারমানিক ও টিয়াখালী নদীর তীরের কোন খাস জমি কেউ দখল করার সুযোগ রইল না। দখলদারদের দেয়া রিং বেড়িবাঁধ পরবর্তীতে ভেঙ্গে দেয়ার কথা জানালেন এ কর্মকর্তা। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আন্ধারমানিক নদীর বালিয়াতলী খেয়াঘাট থেকে পায়রা বন্দর প্রকল্প এলাকার পরও লোন্দাগামী টিয়াখালী নদী তীরের শত শত একর খাস জমি দখল ভরাট করে নিয়েছে এক শ্রেণির প্রভাবশালী মহল। একদিকে নদী দখলের পাশাপাশি তীরের ম্যানগ্রোভ প্রজাতির গাছপালা নিধন হচ্ছে। চলছে জমি ভরাট ও দখল দৌরাত্ম।
×