ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

তৃণমূলের এনজিও দাতাদের সঙ্গে সরাসরি উন্নয়নে যুক্ত হতে চায়

প্রকাশিত: ১০:২২, ৭ জুলাই ২০১৯

 তৃণমূলের এনজিও দাতাদের সঙ্গে সরাসরি উন্নয়নে যুক্ত হতে চায়

স্টাফ রিপোর্টার ॥ যেকোন সঙ্কটে স্থানীয় এনজিওরা আগে সাড়া দেয় বলে এদের দক্ষতা বাড়ানো দরকার। সেইসঙ্গে স্থানীয় এনজিওগুলো অনেক কম খরচে কাজ করতে পারে বলে স্থানীয় উদ্যোগকে অধিকতর কাজে লাগিয়ে আরও যোগ্য করে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন বক্তারা। সেইসঙ্গে দেশে ১০-১২ জনের সিন্ডিকেটের হাতে এনজিও কার্যক্রম সীমাবদ্ধ না রেখে দাতাদের সঙ্গে সরাসরি উন্নয়নে যুক্ত হতে চান তৃণমূলের ছোট ছোট এনজিওগুলো। তারা সাবকন্ট্রাকটিংয়ে নয় সরাসরি কাজ করতে চান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় কনভেনশনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত এনজিও প্রতিনিধিরা এসব কথা বলেন। বাংলাদেশ সিএসও-এনজিও সমন্বয় প্রক্রিয়ার (বিডি সিএসও কো-অর্ডিনেশন) উদ্যোগে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। সকালে এই কনভেনশনের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সেশনে ইউরোপীয় কমিশন, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন। কনভেনশনে সারাদেশের প্রায় ছয় শ’ এনজিও প্রতিনিধি অংশ নেন।
×