ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভারতে সংবর্ধিত হলেন অনুপম বিশ্বাস

প্রকাশিত: ০৮:৩৯, ১৬ মে ২০১৯

  ভারতে সংবর্ধিত হলেন অনুপম বিশ্বাস

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম দোতরা শিল্পী অনুপম বিশ্বাস। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার স্থানীয় অনলাইনভিত্তিক গ্রুপ সাংস্কৃতিক সংগঠন ‘দোতরা বাজাই’ আয়োজিত ‘লোকসঙ্গীত উৎসব-২০১৯’ ও কর্মশালায় তিনি সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত হয়েছেন। গত ১ মে কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় আয়োজিত দোতরা বিষয়ক কর্মশালা ও লোকসঙ্গীত উৎসবে অনুপম বিশ্বাস ও সুমন কুমার শীলকে এই সম্মাননা দেয়া হয়। কর্মশালায় তারা প্রশিক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে দোতরা বাদন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠান শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক সংগঠন ‘দোতরা বাজাই’-এর সংগঠন কৌশিক রায় ও সুমেন্দু দাস। ওপার বাংলার শিল্পী তীর্থ, ক্যাপ্টেন রহিত, বাবলু বিশ্বাসসহ অনেকে সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। পাশাপাশি বাংলাদেশের আরও দুই কণ্ঠশিল্পী শহিদুল ইসলাম শহিদ এবং বাউল মুক্তারের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। এ ছাড়া বাংলাটিভি মিউজিশিয়ান দোতরা বাদক মোহাম্মদ সুমনও এ আয়োজনে অংশ নেন। ‘দোতরা বাজাই’ নামের সংগঠনটি তৃতীয়বারের মত আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীরা উপভোগ করেন । এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ‘দোতরা বাজাই’ সংগঠন এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান দোতরা শিল্পী অনুপম বিশ্বাস ও সুমন কুমার শীল।
×