জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলে দারুণ জয় পেয়েছে দিল্লী ক্যাপিটালস। শেখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরির সুবাদে তারা ৫ উইকেটে জিতেছে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে পাঞ্জাব। দুর্দান্ত একটি ইনিংস খেলেন বাঁহাতি ক্রিকেটার ক্রিস গেইল। ৩৭ বল খেলে ৬৯ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি হাঁকানোর এই ইনিংসে ৫টি ছয় ও ৬টি চারের মার ছিল তার। এছাড়া ৩০ রান করেন সতীর্থ মানদীপ সিং। তিনটি উইকেট নেন নেপালী স্পিনার সনদীপ লামিছানে। আর দুটি করে উইকেট নেন রাবাদা ও অমিত মিশ্র। জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছায় দিল্লী (১৬৬/৫)। তখনও বাকি ছিল ওভারের দুই বল। হাফ সেঞ্চুরি করেন ওপেনার শেখর ধাওয়ান। ৪১ বলে ৫৬ রান করেন তিনি। আর ৫৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার।