ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সামিট এ্যালায়েন্স পোর্টের নতুন স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত: ১১:৩৭, ৭ মার্চ ২০১৯

সামিট এ্যালায়েন্স পোর্টের নতুন স্বতন্ত্র পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় হেলাল উদ্দীন আহমেদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি সামিট পাওয়ার এবং সাভার রিফ্র্যাক্টরিজের পরিচালকের দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। -বিজ্ঞপ্তি ৩শ’ কোটি ডলারের বন্ড ছেড়েছে ব্রিকস ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে ৩শ’ কোটি ইউয়ানের বন্ড ছেড়েছে ব্রিকস ব্যাংক। চীনা সংবাদ মাধ্যম জানায়, সাংহাই ভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও স্থিতিশীল উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়ন করছে। তিন বছর এবং পাঁচ বছরে ভিন্ন সুদহারে ছাড়া হবে এ বন্ডগুলো। স্থানীয় মুদ্রায় সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে ইস্যু করা হচ্ছে এ বন্ডগুলো। সেপ্টেম্বরে রাশিয়া আর ভারতে অবকাঠামো উন্নয়নে ৮২ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি হয়েছে। ২০১৪ সালে যাত্রা শুরু করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমানে এর সদস্য চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।
×