ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

গানে গানে ফিরোজ সাঁই স্মরণ

প্রকাশিত: ০৯:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 গানে গানে ফিরোজ সাঁই স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ সত্তর ও আশির দশকে লোক ও আধ্যাত্মিক ধারার গানকে যারা পপসঙ্গীতের আদল দিয়েছিলেন তাদের অন্যতম পথিকৃৎ শিল্পী ফিরোজ সাঁই। তার গাওয়া ‘এক সেকেন্ডের নাই ভরসা’, ‘ইঞ্জিন যদি চইলা যায় ডাব্বা লইয়া কি হইবো’, ‘ইস্কুল খুইলাছে রে মওলা ইস্কুল খুইলাছে’সহ অসংখ্য গান আজও শ্রোতার হৃদয়ে দোলা দেয়। শিল্পী ফিরোজ সাঁইয়ের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শনিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে ফিরোজ সাঁইয়ের গাওয়া গান পরিবেশন করেন তারই শিষ্য শিল্পী ফারুক ভূঁইয়া। ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে ফিরোজ সাঁইয়ের সৃষ্টি সম্পর্কে বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী নুরুন নাহার আউয়াল ও বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের গুলশান থানার প্রেসিডেন্ট আনোয়ারা বেগম। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সঙ্গীতশিল্পী ফারুক ভুঁইয়া। বক্তারা বলেন, আজ কিংবদন্তি শিল্পী ফিরোজ সাঁইয়ের ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন অসাধারণ গুণী শিল্পী, সত্য ও সুন্দরের পূজক। তার গানের ভেতর ছিল আধ্যাত্মিকতা। বিশ্বায়নের এ যুগে বিভিন্ন কোম্পানি কত আয়োজনে পৃষ্ঠপোষকতা করে কিন্তু ফিরোজ সাঁইকে আমাদের স্মরণ করতে হয় অনাড়ম্বরভাবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে লোকসঙ্গীত শিল্পী ফিরোজ সাঁই ১৯৯৫ সালের ১২ জানুয়ারি ঢাকার শিল্পকলা একাডেমিতে এসে হাজারও দর্শকদের সামনে গান গাইতে গাইতেই বিদায় নিয়েছিলেন ধরাদাম থেকে। সেদিন তিনি গাইছিলেন-‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইবে রঙ তামাশা, চক্ষু মুদিলে; হায়রে দম ফুরাইলে’। গানটি গাইতে গাইতে হাজার হাজার দর্শকের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন লোকসঙ্গীত শিল্পী ফিরোজ সাঁই। সেদিন সন্ধ্যায় অনুষ্ঠানে ত্রিপল টানিয়ে মঞ্চ করা হয়েছে। হাজার হাজার দর্শক গান শুনতে সামনের চেয়ারে বসা। একে একে শিল্পীরা গান গেয়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন। একতারা হাতে মঞ্চে উঠলেন গেরুয়া পোশাকের বাউল শিল্পী ফিরোজ সাঁই। গলায় পেঁচানো কয়েক স্তরের পুঁতির মালা। দর্শকদের উদ্দেশে বক্তব্য দিলেন; অতঃপর শুরু করলেন গান ‘এক সেকেন্ডের নাই ভরসা’। দর্শক বিমোহিত! নেচে নেচে গাইতে গাইতেই হঠাৎ পড়ে গেলেন মঞ্চে। ধরাধরি করে হাসপাতালে নেয়ার আগেই সব শেষ। সঙ্গীতের এক নতুন পথের কারিগর ছিলেন তিনি। বক্তব্য শেষে শুরু হয় ফিরোজ সাঁইয়ের যোগ্য শিষ্য শিল্পী ফারুক ভুঁইয়া। তিনি একে একে ফিরোজ সাঁইয়ের গাওয়া গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
×