চট্টগ্রাম জেলার ঐতিহ্য সমৃদ্ধ সুপ্রাচীন বৌদ্ধ জনপদ রাউজান গ্রামে ধুতাঙ্গ সাধক শরণংকর থেরর একক সদ্ধর্মদেশনা শুক্রবার। রাউজান জেতবন বিহার সংলগ্ন ময়দানে সকাল ৯টায় পি-দান গ্রহণ, ১০টায় পূজনীয় ভন্তের ৮ম ধুতাঙ্গবর্ষ পূরণ উপলক্ষে অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান, বেলা ১১টায় অতিথি আপ্যায়ন ও দুপুর ১২টায় সদ্ধধর্মদেশনা প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শীলানন্দ মহাস্থবির। উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধতন সহ-সভাপতি জ্ঞানানন্দ মহাথের। একক সদ্ধর্মদেশনা করবেন আত্মমুক্তির কঠিন সাধনায় নিমগ্ন সদ্ধর্মের আলোকবর্তিকা ধুতাঙ্গ সাধক শরণংকর থের। -বিজ্ঞপ্তি