ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

নাট্যকার আনন জামানের জন্ম দিবসে সাভারে নাট্যোৎসব

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ অক্টোবর ২০১৮

নাট্যকার আনন জামানের জন্ম দিবসে সাভারে নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি অন্যতম প্রতিভাবান নাট্যকার আনন জামান। ‘শিখন্ডী কথা’, ‘সিক্রেট অব হিস্ট্রি’ এবং সর্বশেষ ‘শ্রাবণ ট্রাজেডি’ নাটক রচনার মাধ্যম একজন বিদগ্ধ নাট্যকার হিসেবে বাংলাদেশের মঞ্চে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। একজন দক্ষ নাট্যকার হিসেবে বাংলাদেশের নাট্যাঙ্গনে আশার আলোরবর্তিকা হিসেবে দেখা দিয়েছেন। নাট্যাঙ্গনের এই প্রদীপ্ত সূর্যের লিপি রশ্মি বাংলা সংস্কৃতির অন্ধকার উঠোনে দেদীপ্যমান উচ্ছ্বাবাসে প্রোজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে তার অনন্য নন্দনপরশ নতুন প্রজন্মকে দেখিয়েছে এক অনন্ত বাতিপথ। অসাধারণ এই নাট্য প্রতিভার জন্ম দিবস ছিল কাল। এই নাট্য প্রতিভার জন্ম দিবস উদ্যাপনে বুনন থিয়েটার সাভার এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে তিন রজনীকাল ব্যাপ্তি ‘জন্ম সাঁঝের সাজ কাজ উৎসব ২০১৮’ শীর্ষক নাট্যোৎসবের আয়োজন করেছে। আজ উৎসবের শেষ দিন। এই আয়োজনে আজ ১৩ অক্টোবর শনিবার বিকেল ৫টায় প্রধান অতিথি থাকবেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি প্রণব কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাভার এবং মোহাম্মাদ মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া সার্কেল। এদিন সন্ধ্যা ৭টায় জাগরণী থিয়েটার পরিবেশন করবে অনিকেত পাল রচিত ও নির্দেশিত নাটক নাটক ‘আমি ও শ্যামা’। এর আগে গত ১১ অক্টোবর বিকেল ৫টায় বর্ণাঢ্য এ ‘জন্ম সাঁঝের সাজ কাজ উৎসব ২০১৮‘-এর প্রথম দিবসে আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ মোঃ আব্দুল গণি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মোমতাজ, বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি অভিনেতা, নাট্যকার, নির্দেশক ড. মোহাম্মদ বারী, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) কামরুল ইসলাম, পিপিএম, ফেন্সি গ্রুপের চেয়ারম্যান নাইমুল হক ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি নাট্যজন মীর জাহিদ হাসান। আলোচনা শেষে এদিন সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১তম আবর্তন প্রযোজনা ‘চাঁদ সওদাগরের পালা’ মঞ্চস্থ হয়। নাট্যরূপ ও নির্দেশনা তামজীদ আশরাফ রমিত। গতকাল ১২ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় বর্ণাঢ্য এ সাঁঝ আয়োজনের দ্বিতীয় দিবসে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা, নাট্য নির্দেশক, লেখক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী মঞ্চসারথি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং আণবিক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সোহেল আহমেদ, ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহ্মিদুল ইসলাম। এদিন সন্ধ্যা ৭টা ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকটি পরিবেশন করে সাভারের বুনন থিয়েটার। নাটকটি রচনা করেছেন আনন জামান, নির্দেশনায় ছিলেন শুদ্ধমান চৈতন।
×