ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রাজধানীতে তিন শ’ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪:২৮, ২৬ মে ২০১৮

রাজধানীতে তিন শ’ পরিবারের মাঝে রমজানের খাদ্য  সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ৩০০ দুস্থ পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে নাজির বাজার বাংলা দুয়ার পঞ্চায়েত কমিটি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও আধা কেজি খেজুর। শুক্রবার নাজির বাজার ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু বাক্কার সিদ্দিক, পঞ্চায়েত কমিটির সদস্য হাজী মোঃ ইসহাক, হাজী জাফর আহমদ, আমজাদ হোসাইন, এ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×