ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ফরিদপুরে  আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ ফেব্রয়ারি ॥ সালথায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছেন। এ সময় তিনিটি বাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুুগীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফসারউদ্দিন মাতুব্বরের বিরোধ চলে আসছিল।মঙ্গলবার ভোরে পিঁয়াজের ক্ষেত নিড়ানোকে কেন্দ্র করে আফসারউদ্দিনের সমর্থক আবুল হোসেন ও গিয়াসউদ্দিনের সমর্থক তুহিন মাতুব্বরের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। এর জের দলে সকাল সাড়ে সাতটার দিকে বিবদমান দুইপক্ষের প্রায় দুই শতাধিক সমর্থক ঢাল, সড়কি, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের সময় নারীসহ উভয়পক্ষের আটজন আহত হয়। সংঘর্ষের সময় তিনটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এক ঘণ্টা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ববিতা বেগম (২৭), আবুল হোসেন (২০), হান্নান সর্দার (৩০) ও রইচ শেখ (৩১) কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×