ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সেন্সরে যাচ্ছে ইদ্রিস হায়দারের চলচ্চিত্র ‘নীল ফড়িং’

প্রকাশিত: ০৩:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

সেন্সরে যাচ্ছে ইদ্রিস হায়দারের চলচ্চিত্র ‘নীল ফড়িং’

স্টাফ রিপোর্টার ॥ সম্ভাবনাময় মডেল আফ্রি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’ অচিরেই সেন্সরে জমা পড়তে যাচ্ছে। নতুন এ চলচ্চিত্রে আফ্রির বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। আর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক ইদ্রিস হায়দার বলেন, আমার পরিচালনায় প্রথম চলচ্চিত্রটি এটি। আর কিছুদিন পর চলচ্চিত্রটি সেন্সরে জমা হবে। চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি, দর্শকরা খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী আফ্রি বলেন, ‘নীল ফড়িং’ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম অবনী। রোমান্টিক ও পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে আমাকে ভিন্ন একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান নোমান ফিল্মজের কর্ণধার আবদুল্লাহ আল নোমান বলেন, চলচ্চিত্রের অফিসিয়াল একটি পোস্টার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এরপর আসবে গান এবং ট্রেলার। আর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্রুত মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ‘নীলফড়িং’ চলচ্চিত্রে আফ্রি এবং শিপন ছাড়া আরও অভিনয় করেছেন চম্পা, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, সাইফ চন্দন প্রমূখ। এ চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
×