ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ গোলাম কিবরিয়ার মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৩:১৪, ২৫ ডিসেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ গোলাম কিবরিয়ার মৃত্যুবার্ষিকী আজ

লিটন আব্বাস ॥ কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক কর্মী প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৪ সালের এইদিনে কুমারখালি বড় জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজরত অবস্থায় আততায়ীর গুলিতে গোলাম কিবরিয়া নিহত হন। পাবনা এডওয়ার্ড কলেজে পড়ার সময় থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন। যদিও তিনি স্কুল জীবন থেকে রাজনীতিমনষ্ক ছিলেন। তিনি বাংলাদেশ সংবিধানের একজন অন্যতম সিগনেটরি মেম্বারও। বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে দুবার গোলাম কিবরিয়ার বাড়িতে এসেছিলেন ৬দফা আন্দোলনের আগে এবং পরে। এই রাজনৈতিক মনীষার জন্ম কুমারখালীর বাটিকামারা গ্রামে । আজ সময় এসেছে মহান স্বাধীনতার সূর্যসন্তানদের স্মৃতি, ইতিহাস সংরক্ষণ ও যথাযথ মূল্যায়নের। প্রজন্ম জানতে চায় গোলাম কিবরিয়ার ইতিহাস আর স্মৃতিচিহ্ন দেখতে। গোলাম কিবরিয়া ফাউন্ডেশন এই রাজনৈতিক মনীষার জন্য দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ জানান, যাঁরা আদর্শ রাজনীতি ও সুনীতির চর্চা করতে চান তারা গোলাম কিবরিয়ার আদর্শকে ধারণ করুন। কুমারখালী পৌরসভার মেয়র জানান, আমাদের সবার উচিত এই ত্যাগীনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠকের আদর্শকে লালন করে চলা।
×