ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ

প্রকাশিত: ১৯:৫২, ৬ ডিসেম্বর ২০১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ

অনলাইন ডেস্ক ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কে হত্যার একটি পরিকল্পনা যুক্তরাজ্যের পুলিশ নস্যাৎ করেছে। মঙ্গলবার স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, থেরেসা মে কে হত্যার পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে তার ওপর হামলা চালিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্ত্রাস দমন আইনে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদেরকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানোর কথা। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ বছর বয়সী নাইমুর জাকারিয়ার বাস উত্তর লন্ডনে এবং ২১ বছরের মোহাম্মদ আকিব ইমরান থাকতেন দক্ষিণ-পূর্ব বার্মিংহামে। মঙ্গলবার সকালে মে-র মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেন গত ১২ মাসে সন্ত্রাসবাদী হামলার অন্তত ৯টি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে।
×