ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড পেলো ‘আমার এমপি ডটকম’

প্রকাশিত: ০৪:০২, ৪ আগস্ট ২০১৭

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড পেলো ‘আমার এমপি ডটকম’

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমার এমপি ডটকম’। ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়ার (ডিএফই) এম বিলিয়ন্থ এওয়ার্ড নামের এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ১৯৬ টি সংগঠনের মধ্য থেকে ই-গভর্নেস ক্যাটাগরিতে ৭ টি সংগঠনকে মনোনীত করে। চূড়ান্তভাবে আমার এমপি ডটকমের সঙ্গে জিতেছে আই চেঞ্জ মাই সিটি ও সিলভার টাচ ইন। তবে আমার এমপি ডটকমই একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে এই এওয়ার্ড গ্রহণ করে আমার এমপি ডটকমের এক প্রতিনিধি দল। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আমার এমপি ডটকমের চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত বলেন, এ স্বীকৃতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমার এমপির স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই প্রতিষ্ঠান এক বছরের মধ্যেই আমরা একাধিক সম্মাননা পেয়েছি। এ কৃতিত্ব আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করছে। উল্লেখ্য, জবাবদিহি, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশের সংসদ সদস্যদের সাথে যোগাযোগ স্থাপনে কাজ করছে আমার এমপি নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন।
×