ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সেন্সরে যাচ্ছে ‘পাষাণ’

প্রকাশিত: ০৩:৩৫, ১৮ জুলাই ২০১৭

সেন্সরে যাচ্ছে ‘পাষাণ’

স্টাফ রিপোর্টার ॥ আগামী মাসের প্রথম সপ্তাহে সেন্সরে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’। এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও কলকাতার অভিনেতা ওম। এ প্রসঙ্গে চলচ্চিত্রের পরিচালক সৈকত নাসির বলেন, ‘পাষাণ’-এর গল্প ও চিত্রনাট্য আমার। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। চলচ্চিত্রের ডাবিং, সম্পাদনাসহ প্রায় সব কাজ শেষ। আগামী সপ্তাহে চলচ্চিত্রটি সেন্সরে জমা দেব। এতে সবাই বেশ ভাল কাজ করেছেন। আর কোরবানির ঈদকে টার্গেট করেই চলচ্চিত্রের কাজ এগিয়ে যাচ্ছে। চলচ্চিত্রটি নিয়ে আমি আশাবাদী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাষাণ’ চলচ্চিত্রে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑ বিপাশা কবির, মিজু আহমেদ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ইলোরা গহর, আমির সিরাজী, নাদের আলী, শাহেদ আলী, তানভীর তনু, চিকন আলী, সীমান্ত, শিমুল খানসহ অনেকে। নিজের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘দেশা : দ্য লিডার’ চলচ্চিত্রের সেরা চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন সৈকত নাসির।
×