সম্প্রতি ওয়ানাক্রাইয়ের আক্রমণে যেসব কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে তার ৯৮ শতাংশই উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম। এমন তথ্যই দিয়েছে কাস্পারস্কাই ল্যাব নামে একটি সাইবার রক্ষা সংস্থা। উইন্ডোজ এক্সপির আক্রমণের শিকার হওয়ার সংখ্যা খুবই নগণ্য।
কাস্পারস্কাই ল্যাবের হিসেবে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তুলনায় অনেকটাই সুরক্ষিত থেকেছেন। উল্লেখ্য, ১৩ মে বিশ্বের ১৫০টি দেশে একসঙ্গে হানা দেয় রানসামওয়্যার। বহু দেশের সরকারী ওয়েবসাইটগুলো থেকে তথ্য চুরি করা হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইংল্যান্ডের স্বাস্থ্য পরিষেবা। জার্মানির রেল ব্যবস্থার ওয়েবসাইটও বিপর্যস্ত হয়ে পড়ে। আর চুরি যাওয়া তথ্য ফিরিয়ে দিতে কোটি কোটি ডলার মুক্তিপণও দাবি করে হ্যাকাররা।-জিনিউজ