ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সিনেমার সেবক হতে চান ইলিয়াস কোবরা

প্রকাশিত: ০৩:৩৮, ৪ মে ২০১৭

সিনেমার সেবক হতে চান ইলিয়াস কোবরা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাই সিনেমার খলনায়কের এক অনন্য নাম ইলিয়াস কোবরা। পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখনও অভিনয় করে চলেছেন। সিনেমা দর্শকের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের কাছেও পেয়েছেন সমান জনপ্রিয়তা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৫ মের নির্বাচনে ড্যানি সিডাক ও ইলিয়াস কোবরা প্যানেল থেকে সাধারণ সম্পাদকের পদে নির্বাচন করছেন। এ নির্বাচনে বিজয়ী হয়ে সিনেমার সেবক হতে চান তিনি। ইলিয়াস কোবরা বলেন, আমি দীর্ঘ ৩০ বছর সিনেমায় কাটিয়েছি। তাই দেখলাম, এই সময়ে সিনেমার ভাল কিছু সেবামূলক কাজে উন্নয়নের জন্য সেবক দরকার। যিনি সময় দিতে পারবেন, সবসময় এগিয়ে এসে উদ্যোগ নিতে পারবেন, তাকে প্রয়োজন। এই কারণে সবার ভালবাসা নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি চলচ্চিত্রের সেবক হিসেবে সবসময় কাজ করে যাব।
×