ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম হাসপাতালে

প্রকাশিত: ০৪:১৪, ১২ নভেম্বর ২০১৬

চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ এক সময়ের জনপ্রিয় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা শাহীন আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন। তাছাড়া তার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। এজন্য গত ৩ নবেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ওমর সানি বলেন, শাহীন আমার খুব ভাল বন্ধু। আগে থেকেই ওর ডায়াবেটিসের সমস্যা ছিল। ইদানীং তার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। এখন ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, রবিবার আমি তাকে দেখতে গিয়েছিলাম। ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছি। আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছে। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শাহীন। আমিও দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাই। ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। প্রসঙ্গত ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে তিনি চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই রয়েছেন। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
×