ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ঈদে তিন সিনেমার লড়াই

প্রকাশিত: ২২:৪০, ১১ সেপ্টেম্বর ২০১৬

ঈদে তিন সিনেমার লড়াই

স্টাফ রিপোর্টার ॥ এবার ঈদ উল আযহায় মুক্তি পাচ্ছে তিনটি ছবি। এগুলো হচ্ছে-ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’, শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’, রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’। এর মধ্যে দুই সিনেমাতে নতুন নায়িকা বুবলিকে নিয়ে পর্দায় আসছেন শাকিব। ‘বসগিরি’ এবং ‘শুটার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব-বুবলি। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমায় পরী মনির সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান। শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমার মূল আকর্ষণে রয়েছে চারটি গান। গানগুলো বলিউড কোরিগ্রাফার আদিল শেখ নির্মাণ করেছেন। দৃশ্য ধারণ করা হয়েছে ব্যাংককে। এ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবিতে শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করেছেন-মাজনুন মিজান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মারুফ খান, অমিত হাসান, রজতাভ দত্ত প্রমুখ। রাজু চৌধুরীর পরিচালনায় শাকিব খানের আরেকটি ছবি ‘শুটার’। সিনেমাটিতে শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, এলভিন জান্নাত জাহিদ প্রমুখ। সাধারণত দুই শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন হলেও ঈদ উপলক্ষে প্রায় সাড়ে তিন শ’ প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন হয়। ঈদকে ঘিরে কিছু পুরাতন হলকে সংস্কার করা হয়। রোজার ঈদে সিনেমা হলগুলোতে দর্শক বৃদ্ধি পাওয়ায় এবারও বেশি সংখ্যক হলে চলবে ঈদের ছবি, এমনটাই জানা গেছে। প্রযোজক এম ভি মিজান জানান, ঢাকার ১২টি প্রেক্ষাগৃহে চলবে ‘শুটার’, খান ফিল্মস থেকে জানাযায়, ১০টি প্রেক্ষাগৃহে চলবে ‘বসগিরি’। এছাড়া জাজ মাল্টিমিডিয়া থেকে জানযায় ‘রক্ত’ চলবে ৯টি প্রেক্ষাগৃহে। হল বুকিংয়ের প্রতিযোগিতা এগিয়ে রয়েছে শাকিব-বুবলি’র ‘শুটার’ ও ‘বসগিরি’। তবে রাজধানীর অভিজাত সিনেমা হল স্টার সিনেপ্লেক্স, ক্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, চন্দ্রিমায় চলবে পরী-রোশান অভিনীত ‘রক্ত’। একইভাবে ব্লকবাস্টার, সিনেপ্লেক্সসহ বিজিবি, অভিসার, সৈনিক ক্লাব, সাভার সেনানিবাসের মতো বড় হল পেয়েছে ‘বসগিরি’।
×