অনলাইন ডেস্ক॥ বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও আথিয়া শেঠির মধ্যে সম্পর্ক চলছে বলে বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সে গুঞ্জন বুঝি আরো কিছুটা জোরালো হলো। গত শনিবার আারেক অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন ছিল। এ উপলক্ষ্যে এক ঘরোয়া পার্টি দিয়েছিলেন তরুণ এই অভিনেতা। এতে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অর্জুন এবং আতিয়াও। পার্টিতে অর্জুন তার বোন আনশুলাকে নিয়ে আসলেও আথিয়া একাই এসেছিলেন।
লক্ষণীয় হলো, পার্টিতে বেশিরভাই সময়-ই নাকি অর্জুন ও আথিয়া একসঙ্গে গল্প করে কাটিয়েছেন। এমনকি যাকে ঘিরে এই পার্টি সেই বরুণকে নাকি তারা একদমই সময় দেননি। বিষয়টি পার্টিতে উপস্থিত অন্যান্যদের চোখ এড়ায়নি। আর এর প্রেক্ষিতেই দুজনের মধ্যে যে 'কিছু' একটা চলছে তা অাঁচ করতে কারো ব্যর্থ হওয়ার কথা নয়। যদিও অর্জুন ও আথিয়া শুরু থেকেই এরকম কিছুর কথা অস্বীকার করছেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের