নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও শরীয়তপুর, ৩ এপ্রিল ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন। বেগম জিয়া আবার জ্বালাও-পোড়াও করে নৈরাজ্যের চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রবিবার দুপুরে শহরের লেকেরপাড়ে ইনস্টিটিউট হেল্থ টেকনোলোজির নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রচলিত আইন মেনে বেগম জিয়ার উচিত ‘আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের আশ্রয় নেয়া।’
মাদারীপুরের সিভিল সার্জন দিলীপ কুমার দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।