ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফুটপাথের এক ইঞ্চি জায়গাও দখল করলে কঠোর ব্যবস্থা ॥ মেয়র আনিসুল হক

প্রকাশিত: ০৮:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ফুটপাথের এক ইঞ্চি জায়গাও দখল করলে কঠোর ব্যবস্থা ॥ মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ ফুটপাথে চুলা বসিয়ে বা যে কোনভাবে এক ইঞ্চি জায়গায়ও দখল না করতে দোকান মালিকদের কঠোরভাবে নিষেধ করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এছাড়া আগামী ১০ মাসের মধ্যে দোকানের সঙ্গে ফুটপাথ দখল করে দোকানের বর্ধিতাংশ তৈরি করা সকল স্থাপনা ভেঙ্গে দেয়ারও ঘোষণা দেন। পাশাপাশি নিষেধাজ্ঞা না মেনে ফুটপাথ দখল করলে অমান্যকারীদের বিরুদ্ধে দোকান বন্ধসহ কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার দুপুরে ডিএনসিসি’র আঞ্চলিক কার্যালয়-৪ (মিরপুর) এ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘৭ দিনে পরিষ্কার আমাদের প্রিয় শহর’ শীর্ষক অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ফুটপাথের এক ইঞ্চি জায়গাও দখল করবেন না। কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি দেয়া আছে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রথমে দখলকারীকে বোঝাবেন, যে বিষয়টি অন্যায়। পরে না মানলে কাউন্সিলরদের নিয়ে ওয়েল্ডিং করে দোকান বন্ধ করে দেবেন। ফুটপাথ সাধারণ মানুষের, মানুষ হাঁটবে। আপনি দোকান নিয়েছেন, দোকানের মধ্যে থাকুন। আগামী ১০ মাসের মধ্যে ফুটপাথের মধ্যে দোকানের বর্ধিতাংশ আর সহ্য করা হবে না। ফুটপাথের হকারদের প্রতি নিজের সহানুভূতির কথা জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু মানুষের চাওয়া, আপনারা ফুটপাথ ছেড়ে দিন। আমরা আপনাদের অন্য কোথাও বসার ব্যবস্থা করার চেষ্টা করছি। বলেন, এপ্রিলের মধ্যে মূল রাস্তার ফুটপাথমুক্ত করা হবে। ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন বিপন কুমার সাহা, বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফেরদৌস, আঞ্চলিক কর্মকর্তা (মিরপুর) দুলাল সিংহ, ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, মোবাশ্বের হোসেন প্রমুখ বক্তব্য দেন।
×