
নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ও প্রশাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার। এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষা ছাড়া জাতি ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। কলেজ উন্নয়ন কমিটির সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি লায়ন নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোয়াজ্জম হোসাইন প্রমুখ। বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ এসএম নুরুল হুদা, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী মহসিন, কলেজ গভর্ণিং সদস্য সাংবাদিক ইউনুস মিয়া, আলহাজ্ব আলমগীর মিয়া, ডা: নেজাম মোরশেদ চৌধুরী, শাহজাহান খান, আলহাজ্ব মূছা চৌধুরী প্রমুখ।