জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালে ভ্যান উল্টে যুবদল নেতা নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে চালক, মুন্সীগঞ্জে বাসচাপায় পথচারী ও নোয়াখালীতে ভ্যানচাপায় শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
বরিশাল ॥ হিজলা উপজেলার দুর্গাপুর বাজারে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় বড়জালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরদার (৪৫) নিহত হয়েছেন। নিহত আনোয়ার উপজেলার শ্রীপুর গ্রামের আলী আশ্রাব সরদারের পুত্র। জানা গেছে, আনোয়ার হোসেন ব্যাটারি চালিত ভ্যানযোগে দুর্গাপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে পড়ে। এতে আনোয়ার মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী সদরের ফেয়ার ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক অটোরিক্সাচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম নুরুল ইসলাম। তিনি উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়াপাড়া এলাকার জহিরুল হকের ছেলে। এ সময় সাইফুল ইসলাম নামের এক যাত্রী আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী মহিলা (৪০) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেরার বাউশিয়ায় একটি বাসের চাপায় তিনি নিহত হন।
নোয়াখালী ॥ বেগমগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান চাপায় রিপাত হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আফানিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে ঢাকা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার হস্তক্ষেপে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
নিহত রিপাত হোসেন জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।