ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

আমিনুল হক মনির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

প্রকাশিত: ০৬:২৪, ২ জুন ২০১৫

আমিনুল হক মনির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

স্পোর্টস রিপোর্টার ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মনি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে রবিবার রাত ১১টা ১৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত প্রায় দু’মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। মূলত প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আমিনুল হক মনি। বাংলাদেশ বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য, বাংলাভিশন টেলিভিশন চ্যানেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল হক মনি ৬৬ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি ৩ ভাই ও ৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আজিমপুর গোরস্তানে তাকে সোমবার সমাহিত করা হয়েছে। সত্তর দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে আমিনুল হক মনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন ক্রিকেটের সেবায়। সংগঠক হিসেবে জড়িয়ে ছিলেন লীগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন। বিসিবির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন গোড়া থেকেই সাধারণ সদস্য হতে যুগ্ম-সম্পাদকও ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিসিবির সাধারণ সম্পাদকের গুরু দায়িত্বও পালন করেন স্বার্থকতার সঙ্গেই। এছাড়া ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমিনুল হক মনি। গত ৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। আমিনুল হক মনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সহসভাপতি। এক শোকবার্তায় ক্লাবের পরিচালক ম-লী, স্থায়ী সদস্য, কর্মচারীবৃন্দ ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। এদেশের ক্রিকেট উন্নয়নে গোড়ার দিকে আমিনুল হক মনির অবদান অনেক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাবৃন্দ, সিসিডিএম স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, ক্লাব প্রতিনিধিগণ এবং কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কর্মকর্তা, বাফুফের সব স্ট্যান্ডিং কমিটি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন সংগঠক, ক্রিকেটার, ফুটবলার ও অন্যান্য ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড়রা শোক জানিয়েছেন। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি থেকে সভাপতি হাসানউল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক সনৎ বাবলাসহ নির্বাহী কমিটি ও সমিতির সব সদস্য শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
×