স্টাফ রিপোর্টার ॥ আজীবন সম্মাননায় ভূষিত হলেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্রাভিনেতা এটিএম শামসুজ্জামান। স্বাধীনতার চুয়াল্লিশ বছর উপলক্ষে গত ২০ মার্চ ‘শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত ‘ঢাকা মডেল এজেন্সি এ্যাওয়ার্ড’র অধীনে এটিএম শামসুজ্জামানকে ‘আজীবন সম্মাননা’ দেয়া হয়। রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় ‘কচি কাঁচার মেলা’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক, ফোরামের সভাপতি মঞ্জুশ্রী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশিদ।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এটিএম শামসুজ্জামান বলেন, একজন শিল্পীর জীবনে দর্শকের ভালবাসাই সবচেয়ে বড় সম্মাননা। মানুষের ভালবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। সম্মাননা কাজের প্রতি ভালবাসা, উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। আমি কৃতজ্ঞ শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতি। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা পদক দেয়া হয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদকে। এছাড়া আরও যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন হাসান মতিউর রহমান, জানে আলম, আনজাম মাসুদ, সোহেল রহমান, চিত্রনায়ক সাইমন-আঁচল, শাহনূরসহ আরো বেশ ক’জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।