
টঙ্গীর যমুনা গার্মেন্টসে চাকরিচ্যুত শ্রমিকদের সাথে সাধারণ শ্রমিকদের সংঘর্ষে আহতের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ আরো ৭৫ শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এছাড়া ২৪ জনকে শনাক্ত আসামি করে অজ্ঞাতনামা ১৮৯ জনের নামে থানায় মামলা হয়েছে। এ নিয়ে এই কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকের সংখ্যা দাঁড়াল ১৮৯ জনে। ইতিমধ্যে ৭ শ্রমিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বুধবার টঙ্গী পূর্ব থানা সূত্রে এই খবর জানা যায়। মামলার বাদী যমুনা অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার সোলায়মান কবির। মঙ্গলবার টঙ্গীর চেরাগআলী এলাকায় যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার সামনে ছাঁটাইকৃত ১১৪ শ্রমিকের সঙ্গে নিয়মিত শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অনন্ত ১৬ জন আহত হন।
এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ নতুন করে আরো ৭৫ জন শ্রমিককে ছাঁটাই করে। এতে ছাঁটাইকৃত শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ১৮৯ জনে। এরপর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে।
মামলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সাত ছাঁটাইকৃত শ্রমিককে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত ৭ শ্রমিকরা হলেন, আশরাফুল ইসলাম (২০), মো. শাকিব খান (২৫), শাকিল (২৬), মনির হোসেন (২৪), সুমন মিয়া (২৮), মো. জয় মিয়া (২২) ও মো. আরিফুল ইসলাম হাকিম (৩৮)। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাত আসামি গ্রেপ্তার আছে।
আবীর