
নবায়নযোগ্য শক্তির জন্য ভবিষ্যত গড়তে জ্বালানী নীতিমালা সংস্কারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করছে নারীরা।
বুধবার নগরীর পঞ্চবটি এলাকায় এই কর্মসূচির আয়োজন করে পরিবর্তন ,কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক - ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট- বিডাব্লুজিইডি।
এতে বক্তব্য দেন নারী নেত্রী মৌসুমি খাতুন, রুপা বেগম এবং প্রিতি খাতুন। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান।
অংশগ্রহণকারীরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথে বাধা হয়ে থাকা জরুরি সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালার।
বক্তারা বলেন, এই আন্দোলন রাজশাহীর একটি সবুজ ও ন্যায্য ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্পের প্রকাশ।
বক্তারা বলেন, সারা দেশে গড়ে ওঠা ক্রমবর্ধমান আন্দোলনের প্রেক্ষিতে রাজশাহীর এই শক্তিশালী দাবি বাংলাদেশের পরিচ্ছন্ন ও সহনশীল ভবিষ্যতের পথে এগিয়ে চলাকে আরও বেগবান করবে।
আবীর