ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রেললাইনের পাশ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৫:০৬, ৩০ এপ্রিল ২০২৫

রেললাইনের পাশ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত।

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে খবর পান—রাজশাহী নগরের দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিবুর রহমানসহ তার গ্রামের আরও কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে তারা চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে হাবিবুর ট্রেনে ছিলেন না। পরে তার লাশ পাওয়া যায় রেললাইনের পাশে।

ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, রাত ৩টার দিকে মহানন্দা ট্রেন থেকে পড়ে হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে থানা।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার