
অসহনীয় জনভোগান্তি লাঘবে কলাপাড়া পৌরশহরে দিনের বেলা ভারী যানবাহন প্রবেশ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে এটি কার্যকর করা হচ্ছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শহরবাসীর বিনোদনের জন্য আন্ধারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠের চারদিকের সড়কে মোটরসাইকেল প্রবেশ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরে চুরি রোধে চারজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপদ পানির সরবরাহে তিনটি টিউবওয়েল স্থাপন ও বিকল চারটি টিউবওয়েল সচল করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া শহরের সড়কের যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটোবাইক, ইজিবাইক নিয়ন্ত্রণে অভিযান শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
পৌর প্রশাসক আরো জানান, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খালটির বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে। খালের সীমানার অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোটকথা, কলাপাড়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে সুনির্দিষ্ট জনগুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আফরোজা