
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারকে মঙ্গলবার রাত ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গা থানা পুলিশ রাতে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ জানায়, গত দুদিন আগে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া বাজার দখল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ পক্ষের নেতা সুলতান মাতুব্বর ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন পক্ষের ইয়াকুব মাতুব্বর গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বাড়ি ও দোকান ভাংচুর লুটপাট ও বসত বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাটি ছাত্রদল নেতা সজল তালুকদারের ইউনিয়ন এলাকার হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার মিলন কসাই বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় সজল তালুকদার একজন আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করে রাতেই জেলা পুলিশ হেফাজতে ছাত্রদল নেতাকে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
মুমু