
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকার জামান স্টোরের সামনে থেকে রুবেল সরদার (৩৯) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত রুবেল সরদার রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় রুবেল ওই মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। তবে ছয় মাস আগে দোকান বিক্রি করে বেকার হয়ে পড়েন। এ অবস্থায় পারিবারিক কলহ বাড়তে থাকে। তিন মাস আগে স্ত্রী বন্যা বেগম একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহীন জানান, "গতকাল সন্ধ্যায় ঝড়ের কারণে আগেভাগেই দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি দোকানের সামনের বারান্দায় রুবেলের মরদেহ পড়ে আছে।"
নিহতের ছোট ভাই জুয়েল সরদার জানান, "রাতে ১১টার দিকে ভাইকে বাড়িতে দেখেছি। তখন বিদ্যুৎ ছিল না। কখন বাড়ি থেকে বের হয়েছে বুঝতে পারিনি। সকালে শুনি তার মরদেহ পাওয়া গেছে। নাকের পাশে আঘাতের চিহ্ন ছিল। আমি মনে করি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ডও হতে পারে।"
রুবেলের স্ত্রী বন্যা বেগম বলেন, "গতকাল রাত ৮টার দিকে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়ের জন্য অনেক খাবার এনেছিল। একটু পরেই চলে যায়। সকালে শুনি সে মারা গেছে। তার হার্টের সমস্যা ছিল। ২০১৯ সালে প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল, এরপর আরও দুবার হয়েছিল।"
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
নুসরাত