ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১১:১৮, ৩০ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকার জামান স্টোরের সামনে থেকে রুবেল সরদার (৩৯) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত রুবেল সরদার রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় রুবেল ওই মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। তবে ছয় মাস আগে দোকান বিক্রি করে বেকার হয়ে পড়েন। এ অবস্থায় পারিবারিক কলহ বাড়তে থাকে। তিন মাস আগে স্ত্রী বন্যা বেগম একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহীন জানান, "গতকাল সন্ধ্যায় ঝড়ের কারণে আগেভাগেই দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি দোকানের সামনের বারান্দায় রুবেলের মরদেহ পড়ে আছে।"

নিহতের ছোট ভাই জুয়েল সরদার জানান, "রাতে ১১টার দিকে ভাইকে বাড়িতে দেখেছি। তখন বিদ্যুৎ ছিল না। কখন বাড়ি থেকে বের হয়েছে বুঝতে পারিনি। সকালে শুনি তার মরদেহ পাওয়া গেছে। নাকের পাশে আঘাতের চিহ্ন ছিল। আমি মনে করি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ডও হতে পারে।"

রুবেলের স্ত্রী বন্যা বেগম বলেন, "গতকাল রাত ৮টার দিকে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়ের জন্য অনেক খাবার এনেছিল। একটু পরেই চলে যায়। সকালে শুনি সে মারা গেছে। তার হার্টের সমস্যা ছিল। ২০১৯ সালে প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল, এরপর আরও দুবার হয়েছিল।"

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার