ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জাতিসংঘ ১৪শ শহীদ হবার কথা বলেছে শতভাগ নিশ্চিত হয়ে, কিন্তু প্রকৃত সংখ্যা ২ হাজারের অনেক বেশি

প্রকাশিত: ১১:০৭, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:০৭, ৩০ এপ্রিল ২০২৫

জাতিসংঘ ১৪শ শহীদ হবার কথা বলেছে শতভাগ নিশ্চিত হয়ে, কিন্তু প্রকৃত সংখ্যা ২ হাজারের অনেক বেশি

ছবি : সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন তার ফেসবুক টাইমলাইনে দীপ্ত টিভির চাকরিচ্যুত সাংবাদিক মিজানুর রহমান ও সাম্প্রতিক এক ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি লেখেন, মিজানুর রহমান ও তিনি একসাথে একই ব্যাচে ইন্টারভিউ দিয়ে একুশে টিভিতে যোগ দিয়েছিলেন। সেই পুরোনো সহকর্মী হিসেবে এতদিন তিনি মিজানুর সম্পর্কে কিছু বলতে চাননি, যদিও অনেকেই তাকে বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন।

 

 

কিন্তু সম্প্রতি মিজানুর রহমানের করা একটি প্রশ্ন তাকে এই বিষয়ে মুখ খুলতে বাধ্য করেছে। মিজান এক সাক্ষাৎকারে উপদেষ্টা ফারুকীর কাছে মূলত জানতে চেয়েছিলেন, “১৪০০ জন মানুষ নিহত হয়েছেন- এই তথ্য কীভাবে বিশ্বাস করা যায়?” এই প্রশ্নে ইলিয়াস হোসাইন উদ্বেগ প্রকাশ করে বলেন, মিজানুর রহমানের মতো যারা জাতিসংঘের প্রকাশিত তথ্যে সন্দেহ পোষণ করছেন, তাদেরকে চিহ্নিত করে আগেভাগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ, এই ধরনের প্রশ্ন শুধু বিভ্রান্তি ছড়ায় না, বরং সত্য অনুসন্ধানের পথকে বাধাগ্রস্ত করে।

 

ইলিয়াস আরও বলেন, এতোদিন ধরে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় ২ হাজার মানুষ শহীদ হয়েছেন। অথচ ফারুকী কেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১৪০০ শহীদের কথা বললেন, সেটাও প্রশ্নসাপেক্ষ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ১৪০০ জন শহীদ হওয়ার তথ্য নিশ্চিত হলেও, প্রকৃত সংখ্যা যে আরও বেশি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

 

তিনি জোর দিয়ে বলেন, এই সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে, বরং নিরপেক্ষ তদন্ত ও সঠিক তথ্য উদঘাটনের ওপর গুরুত্ব দেওয়া উচিত। একইসাথে, যারা শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের বিষয়ে সতর্ক থাকা উচিত এবং প্রয়োজনে তদন্ত করা দরকার।

আঁখি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার