ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বায়ু দূষণ ঠেকাতে ঢাকার অন্তত ৫০টি জায়গায় বসানো হবে, ‘এয়ার পিউরিফায়ার’

প্রকাশিত: ১০:০৪, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৭, ৩০ এপ্রিল ২০২৫

বায়ু দূষণ ঠেকাতে ঢাকার অন্তত ৫০টি জায়গায় বসানো হবে,  ‘এয়ার পিউরিফায়ার’

ছবি : এ.আই

ঢাকাবাসীর জন্য বায়ু দূষণ কমাতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শহরের অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে ‘এয়ার পিউরিফায়ার’। এই ডিভাইসগুলো রাস্তার বাতাসকে পরিশুদ্ধ করতে গাছের মতোই ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

 

সোমবার ডিএনসিসির নগর ভবনে ‘দূষণমুক্ত ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এক পলিসি সংলাপে এসব তথ্য জানান তিনি। এ সংলাপটি আয়োজন করে ডিএনসিসি ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।

মোহাম্মদ এজাজ বলেন, “শহরের বিভিন্ন পাবলিক প্লেসে বসানো হবে এই পিউরিফায়ার। একটি পিউরিফায়ার বাতাস বিশুদ্ধকরণে প্রায় একশটি গাছের সমান কাজ করতে পারে। এগুলো একটু দামী হলেও সিটি করপোরেশনের কোনো খরচ হচ্ছে না। ৫০টি পিউরিফায়ার বসানোর জন্য আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে স্পন্সর পেয়েছি। এই মাসেই তাদের সঙ্গে চুক্তি সই হবে।”

 

 

তিনি আরও বলেন, ঢাকায় বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ ২০ বছরের বেশি পুরোনো যানবাহন। এছাড়া নির্মাণকাজ, রাস্তার ধুলো ও অন্যান্য উৎস থেকেও দূষণ বাড়ছে। এসব নিয়ন্ত্রণে ডিএনসিসি সুপারিশ করেছে পুরোনো যানবাহন তুলে দেওয়ার। একইসঙ্গে নির্মাণ কাজে নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কথাও জানান তিনি।


অনুষ্ঠানে রিকশা নিয়ে নতুন পরিকল্পনার কথাও জানান প্রশাসক। তিনি বলেন, “বর্তমানে ব্যাটারিচালিত রিকশাগুলো লিথিয়াম ব্যাটারি ব্যবহার না করায় এগুলো নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক নয় এবং বিদ্যুৎ অপচয় করে। নতুন নকশার রিকশা চালুর মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। প্রতিটি বাহনকে লিথিয়াম ব্যাটারিতে চলতে হবে।”

তিনি আরও বলেন, “একজন মালিক কেবল একটি রিকশার লাইসেন্স পাবেন। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হবে, যাতে সিন্ডিকেট তৈরি না হয়। আমরা এলাকাভিত্তিক রিকশার সংখ্যা নির্ধারণ করব,কোন রুটে কতগুলো রিকশা চলবে, রাস্তার প্রস্থ কত, রিকশার জন্য আলাদা লেন আছে কি না, এসব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

 


সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি বায়ু দূষণের বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশবান্ধব নগরায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, দ্রুত এবং কার্যকর ব্যবস্থা না নিলে ঢাকার বাতাস আরও বিপজ্জনক হয়ে উঠবে।

এই উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকাবাসী শ্বাস নিতে পারবে কিছুটা স্বস্তিতে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আঁখি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার