
ছবি : সংগৃহীত
দেশে পরিবারে সচ্ছলতা ফেরাতে বৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন টাঙ্গাইলের নাজির উদ্দিন। একটি প্যাকেজিং কোম্পানিতে চাকরির আশ্বাসে রাজধানীর মিরপুরে ‘এসপি গ্লোবাল’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সাড়ে ১২ লাখ টাকা পরিশোধ করে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাশিয়ায় পাড়ি জমান। শুরুতে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললেও রাশিয়ায় পৌঁছানোর পর শুরু হয় দুর্বিষহ যাত্রা।
প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা থাকলেও নাজিরকে দালালচক্র পাঠিয়ে দেয় সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে। কিছুদিন পর ঠেলে দেওয়া হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে। ১৬ এপ্রিল ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা। এরপর থেকে কোনো খোঁজ নেই নাজিরের।
পরিবারে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তা। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের একমাত্র সন্তান নাজির ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন বছরের ছোট মেয়েটি এখনো বাবার ফোনের অপেক্ষায় দিন কাটায়।
নাজিরের বাবা-মা এবং এলাকাবাসী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা প্রয়োজন। একইসঙ্গে, প্রতারণার সঙ্গে জড়িত দালালচক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্থানীয়রা বলেন, "একজনকে যদি ফিরিয়ে আনা না যায়, তবে ভবিষ্যতে আর কেউ বিদেশে যেতে সাহস পাবে না।" তারা আরও জানান, ১২ লাখ টাকা ঋণ করে নাজিরকে বিদেশ পাঠানো হয়েছিল, এখন সেই ঋণের বোঝা যেন পরিবারের ঘাড়ে।
নাজিরের দ্রুত দেশে ফেরত আসা এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণই এখন সবার দাবি।
সূত্র:https://youtu.be/sfZ4NaHSunY?si=9IYF-BolWUt_S5Di
আঁখি