
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে টাকার ভাঙানো নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষটি ঘটেছে গতকাল বিকেলে, এবং এটি স্থানীয়দের কাছে এক বিভীষিকাময় পরিস্থিতি হিসেবে রূপ নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ এপ্রিল, একটি দোকানে টাকার ভাঙানো নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সৃষ্ট উত্তেজনা পরবর্তীতে গতকাল আবারও সংঘর্ষে পরিণত হয়। দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে চলে হামলা ও পাল্টা হামলা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এবং অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, সংঘর্ষের কারণে বাড্ডা গ্রামের আজিজ মিয়া নিহত হন। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার শান্তি বজায় রাখতে আগামীদিনগুলোতে আরও কড়া নজরদারি চালানো হবে।
সূত্র:https://tinyurl.com/t2m92ub2
আফরোজা