
ইতালি ও সুইডেনে রপ্তানি হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের কাঁচা আম
চট্টগ্রামের সীতাকুণ্ডের কাঁচা আম প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে ইউরোপে। সম্প্রতি ৩ মণ আম ইউরোপের দেশ সুইডেন ও ইতালিতে পাঠানো হয়েছে। আমগুলোর রপ্তানিকারক ঢাকার তেজগাঁওয়ের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় এক তরুণের বাগান থেকে এসব কাঁচা আম সংগ্রহ করেছে।
সীতাকু-ের পৌর সদরের দক্ষিণ ইদিলপুর এলাকায় মাহমুদ হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, চন্দ্রনাথ পাহাড়ের বিশাল আম বাগান থেকে কাঁচা আম ছেঁড়ার পর জড়ো করা হয়েছে তার বাড়ির উঠানে। এরপর সেখান থেকে বাছাই করে আম ভরা হয় কয়েকটি কার্টনে। পরে আমগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠানে পাঠানোর উদ্দেশ্যে একটি যানবাহনে তুলে দেন তিনি।
মাহমুদ হাসান বলেন, তিনি বাছাই করে ৩ মণ কাঁচা আম রপ্তানিকারক প্রতিষ্ঠানের উদ্দেশে পাঠিয়েছেন। প্রতিষ্ঠানটি সেখান থেকে দ্বিতীয় দফা বাছাইয়ের পর ১শ’ কেজি আম রপ্তানি করে। এর মধ্যে সুইডেনে পাঠানো হয় ৬০ কেজি, ইতালিতে পাঠানো হয় ৪০ কেজি।
কাঁচা আম দেশ দুটিতে পাঠানোর চিন্তা কীভাবে মাথায় এলো জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে একটি পেজ রয়েছে তার। সেখানে তিনি তার বাগানের কাঁচা আম বিক্রির বিষয়ে পোস্ট করেছিলেন। ফেসবুকে সেটি দেখতে পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। আলোচনার পর প্রতিষ্ঠানটি প্রতি কেজি রপ্তানিযোগ্য কাঁচা আম ১৫০ টাকা করে কেনার সিদ্ধান্ত নেয়।
মাহমুদ হাসান আরও বলেন, প্রায় ১২ একর পাহাড়ি জমিতে আমের বাগান রয়েছে তার। সেখান থেকে এ বছর অন্তত ১০ হাজার কেজি আম পাওয়া যাবে। রপ্তানিকারক প্রতিষ্ঠানটি প্রথমবার নমুনা হিসেবেই তাদের আম সংগ্রহ করেছে। প্রথম উদ্যোগ সফল হলে আরও আম কেনার আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
মাহমুদ হাসান যখন বাড়ির উঠানে আম কার্টনভর্তি করছিলেন, তখন তাকে সহযোগিতা করতে পাশেই ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। তিনি জানান, সবজি, ফলসহ কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে এসব পণ্যের উৎস যাচাইয়ের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে প্রত্যয়নপত্র দিতে হয়। তিনি দুই দেশে রপ্তানির জন্য পৃথকভাবে দুটি প্রত্যয়নপত্র দিয়েছেন।
মো. হাবিবুল্লাহ জানান, স্থানীয় ও বারি-১১ জাতের আগাম আমগুলোর প্রতিটির ওজন ১২০ থেকে ১৬০ গ্রাম। দেশে চলতি মৌসুমে কাঁচা আম রপ্তানি এটিই প্রথম। তিনি বলেন, প্রথম রপ্তানি সফল হলে উত্তরাঞ্চলের আম বাজারে ওঠার আগেই সীতাকু-ের আরও কয়েক টন আম বিদেশে পাঠানো যাবে।
রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের আম পাওয়া যাবে আরও কিছুদিন পর। তাই রপ্তানির জন্য কাঁচা আম খুঁজছিল তার প্রতিষ্ঠান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদ হাসানের বাগানের আমের বিষয়ে খোঁজ পায়। গুণগত মান ঠিক রাখতে কিছু শর্ত দিয়ে মাহমুদ হাসানের কাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয়বার গুণগত মান যাচাই করে আমগুলো রপ্তানির জন্য প্যাকেটজাত করা হবে।