
ছবি: জনকণ্ঠ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে মুসলমানদের স্থাপত্যশিল্পের অন্যতম প্রাচীন নিদর্শন একই স্থানে ৫ শত বছরের পুরনো ছোট তিনটি মসজিদ। চোখজুড়ানো স্থাপত্য কিংবা পোড়ামাটির কারুকাজ, কোনোটিই নেই এই তিন মসজিদের। এর বিশেষত্ব হচ্ছে আকার। মসজিদ তিনটি বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি স্থানীয়দের। অথচ এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় নেই কোন উদ্যোগ। অবহেলা অযত্নে যা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। চলছে প্রাকৃতিক ক্ষয়।
মসজিদ তিনটির দুটোর আকারে এতটাই ছোট যে, দুই থেকে তিনজনের বেশি মামুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন না। দুটি মসজিদে তিন ফুটের একটি করে দরজা রয়েছে। মসজিদের মিম্বর না থাকলেও দেয়াল কেটে আকৃতি দেওয়া হয়েছে। ভেতরের উচ্চতা ১০ ফুট। ৫ ফুট দৈর্ঘ্য এবং ৪ ফুট প্রস্তের এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ দুটো ঠিক কবে প্রতিষ্ঠা হয়েছে, সে সম্পর্কে সঠিক ইতিহাস কারো জানা নেই।
স্থানীয় সিকদার বাড়ির লোকজন তিনটি মসজিদের একটি মসজিটি সংস্কার করে একটি বারান্দা নির্মাণ করেছেন। সেই মসজিদটি প্রায় ৪০ ফুট উচু। এ উপরে রয়েছে বিশাল গম্বুজ ও দুটো মিনার। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে দরজা-জানালার কপাট ও পিলারগুলোর অস্তিত্ব ধ্বংসের শেষ পর্যায় পৌঁছেছে।
এক গম্বুজ বিশিষ্ট এ মসজিদ তিনটি কোনো রড-সিমেন্ট ছাড়াই চুন-সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদগুলোর দেয়াল প্রায় ৬০ ইঞ্চি পুরো। আর মসজিদের ভিতর দিকে রয়েছে নানা কারুকার্য খচিত মুসলিম স্থাপত্যশিল্পের প্রাচীনতম নিদর্শন। আর এই মসজিদটিতে ৫ শ বছর পরেও নিয়মিত নামাজ আদায় করছেন এলাকার মুসল্লিরা।
মসজিদগুলোর গঠনশৈলি ও নির্মানের উপাদান মোগল আমলে নির্মিত মসজিদ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। সে হিসেবে মসজিদগুলো প্রায় পাঁচ শত বছরেরও বেশি পুরনো। পাঁচ’শ বছরেরও বেশি সময় ধরে মুসলিম স্থাপত্য শিল্পের ঐতিহ্য বহন করে আজো দাঁড়িয়ে আছে মসজিদগুলো। স্থানীয়দের ধারণা মসজিদ তিনটি গায়েবি মসজিদ। বর্তমানে পারশিবপুর সিকদার বাড়ি জামে মসজিদ নামেই পরিচিত। স্থানীয়দের মতে বিশ্বের ছোট মসজিদ এর মধ্যে এই তিনটি অন্যতম।
ধারণা করা হয়, ১৬ শতকের শেষের দিকে এই মসজিদ গুলো নির্মাণ করা হয়। যার নির্মাণশৈলী সবগুলোরই একই রকম। তৎকালীন সময়ে এদেশে যাঁরা ধর্ম প্রচারে এসেছিলেন তারাই হয়তো এগুলো নির্মাণ করেছেন। ঐসময়ে জনসংখ্যা কম থাকার কারনে আকারে এগুলো ছোট্ট করা হয়েছিল। মসজিদগুলো সংরক্ষণ ও সংস্কারের দাবি স্থানীয়দের।
শহীদ