
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের কাইছারপাড়া বেড়িবাঁধে উত্তর ধূরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উত্তর ধূরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, সমাজসেবক মাওলানা বসহাব উদ্দিন,উত্তর ধূরং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক, যুবনেতা মোহাম্মদ এখলাছ, মাসুদুল ইসলাম সবুজ, ছাত্রনেতা আবদুল মান্নান বক্তব্য রাখেন।