ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

খেলোয়াড়দের ক্ষোভ

মেলার অজুহাতে স্টেডিয়ামে ইট-পাথরের স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২২:২২, ২৯ এপ্রিল ২০২৫

মেলার অজুহাতে স্টেডিয়ামে ইট-পাথরের স্থাপনা

শহরের পুরাতন স্টেডিয়ামে খেলা বন্ধ করে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার স্থাপনা নির্মাণ কাজ চলছে

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে খেলা বন্ধ করে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার স্থাপনা নির্মাণ কাজ চলছে। মাসব্যাপী অনুষ্ঠেয় মেলাটির জন্য খেলার মাঠ ক্ষত-বিক্ষত করে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষেও মাঠটি খেলাধুলার অনুপোযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়রা।

সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ১ মে থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। মেলার কার্যক্রম বর্ণিল করতে ১৭ এপ্রিল সন্ধ্যায় মেলার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত। বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য দৃষ্টিনন্দন কারুকার্যে নির্মিত হচ্ছে প্রধান ফটক। ইট-সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরও বিভিন্ন স্থাপনা। টিনের ছাউনি করে বসানো হচ্ছে স্টল। খেলার মাঠের মধ্যেই দৃষ্টিনন্দনের জন্য বানানো হচ্ছে পানির ফোয়ারা। এছাড়া বিনোদনের জন্য চরকি, নাগরদোলাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণকাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, মাঠের একপাশে নির্মাণ করা হয়েছে শৌচাগারও।
সচেতন নাগরিকরা জানান, একদিকে যেমন খেলার মাঠ রক্ষা করা প্রয়োজন। অপরদিকে মানুষের বিনোদনেরও প্রয়োজন আছে। খেলার মাঠে মেলার আয়োজন করা মোটেই উচিত হয়নি। এতে করে মাঠটিতে থাকা অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি মেলা-পরবর্তী সময়ে ক্রীড়া কার্যক্রমে অনুপোযোগী হয়ে পড়বে। মহানন্দা নদীর আশপাশের ফাঁকা জায়গায় মেলার স্থান নির্বাচন করা উচিত বলে মনে করেন তারা। 
খেলার মাঠে মেলার আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রীড়া সংগঠকসহ খেলোয়াড়রা। তারা বলছেন, ইট-সিমেন্ট দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় খেলার মাঠটির এখন বেহালদশা। মেলা শেষে স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হলেও দীর্ঘদিন মাঠটি খেলাধুলোর অনুপোযোগী হয়ে থাকবে। খেলার মাঠটিতে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করার দাবি জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি নিয়ে স্টেডিয়ামে বাণিজ্য মেলার আয়োজন করছে চেম্বার অব কমার্স। সেজন্য পুরাতন স্টেডিয়ামটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য ইট ফেলা হচ্ছে। মনে হচ্ছে আমার বুকেই ইট পড়ছে। আমাদের কোনো কিছু করার নেই। যদি কিছু করার থাকত তাহলে মেলাটি বন্ধ করে দিতাম। 
সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক শামসুল আলম বলেন, শহরের পুরাতন স্টেডিয়ামে আমরা নিয়মিতই ফুটবল খেলার অনুশীলন করাতাম। মেলার আয়োজন করায় প্রায় দুই কিলোমিটার দূরের আরেকটি স্টেডিয়ামে অনুশীলনে যেতে হচ্ছে। এতে আমাদের ভোগান্তি বেড়েছে। আমরা চাই খেলার মাঠে মেলার আয়োজন না করা হোক।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, খেলার মাঠটি সংস্কারের জন্য আলাদাভাবে জামানতও নিয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠটি সংস্কার করে দিলে আমরা জামানত ফেরত পাব। এখানে দুটি স্টেডিয়াম আছে। এর মধ্যে এই স্টেডিয়ামটি বছরের প্রায় সময় ফাঁকাই থাকে। কোনো খেলাধুলা হয় না।
চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, খেলাধুলা ও শিল্প-বাণিজ্য দুটিই আমাদের প্রমোট করতে হয়। মেলার বিষয়ে কেউই কোনো অভিযোগ করেনি। ক্রীড়া সংস্থার সব সদস্যদের সঙ্গে সভা করে মেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার