ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বাউফলের বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের ফলপ্রসূ বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ২১:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

বাউফলের বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের ফলপ্রসূ বৈঠক

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা সেতু বাস্তবায়নের দাবিতে আমরা এখানে এসেছি। চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। এটি গণমানুষের প্রাণের দাবি, যা এতদিন উপেক্ষিত থেকেছে।”

তিনি আরও বলেন, “ঢাকাসহ জাতীয় সড়কের সঙ্গে সংযোগ স্থাপন না থাকায় ফেরি পারাপারে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন দুর্ভোগে পড়ছে। এমনকি জরুরি চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না, শিক্ষার্থী ও চাকরিজীবীদের সময়মতো পৌঁছাতে সমস্যা হচ্ছে, আর ব্যাংকিং কার্যক্রমেও দেখা দিচ্ছে অনিরাপত্তা।”

ড. মাসুদ বলেন, “সেতু বাস্তবায়নের সুফল হিসেবে আমরা উপদেষ্টা মহোদয়কে অবহিত করেছি— এতে চার উপজেলা সরাসরি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে, শিক্ষা ও পর্যটন খাতে উন্নয়ন ঘটবে।”

তিনি জানান, চীনা সরকারের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি (প্রকল্প প্রস্তাব) প্রণয়ন করছে এবং জমি অধিগ্রহণের নির্দেশনাও বরিশালের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নবম চীন-মৈত্রী সেতু হিসেবে বগা সেতুর বাস্তবায়ন কাজ করবে চীন সরকার। এ জন্য চীন সরকারকেও তিনি ধন্যবাদ জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতা বলেন, “আমরা দক্ষিণাঞ্চলের উন্নয়নে গতি আনতে এবং জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন জমা দিয়েছি। আশা করি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে।”

প্রেস বিফ্রিংকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রকৌশলী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট মো. আবুল কাশেম, বাউফল ফাউন্ডেশনের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম সহ বাউফল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আশিক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার