
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাত্রখোলা চা বাগানে বসবাসরত চা জনগোষ্ঠীর নারীদের কর্মসংস্থান ও আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে তাঁদের মাঝে তাঁত মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পাত্রখোলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ব্যাচের ১০ জন নারী প্রশিক্ষণার্থীর হাতে তাঁত মেশিন তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি বাস্তবায়ন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (IPDS)। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে তাঁত মেশিন তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সচিব ড. খ ম কবিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন-আইএলও’র কান্ট্রি ডিরেক্টর মি. টমো পৌটিয়ানেন, বাংলাদেশস্থ কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট এডভাইজার মি. রিপুল জান্নাত।
অনুষ্টানে উপস্থিত ছিলেন আইএলও’র চিফ টেকনিক্যাল এডভাইজার পেট্রো জুনিয়র ব্যলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক শোয়াইব আহমদ খান, বাংলাদেশ ট্যুারিজম বোর্ড (বিটিবি) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর উচ্চপদস্থ কর্মকর্মকর্তাবৃন্দসহ আইপিডিএস এর প্রেসিডেন্ট সঞ্জীব দ্রং।
পাত্রখোলা চা বাগান এসএসএফসি ব্যবস্থাপনা কমিটির সভাপতি লক্ষী অলমিকের সভাপতিত্বে এবং পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদ এর এডভাইজারী কমিটির সভাপতি প্রদীপ পাল ও আইপিডিএস’র ফিল্ড অফিসার সুমন কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক আশ্রাফ সোহেল প্রমুখ।
আশিক