ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২১:০৩, ২৯ এপ্রিল ২০২৫

বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ

ছবি: জনকণ্ঠ

উপজেলার পল্লিতে বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মূল অভিযুক্ত সঞ্চয় নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম। দুপুর ২টার দিকে হঠাৎ করে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দলবল লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

এসময় বাঁধা দিতে গেলে বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনেহেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়।এরই জেরে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল)বাড়িতে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটিয়ে আমাকে অপহরণ করে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ঔই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কেও (২০) গ্রেফতার ও তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে অপহৃতা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত সঞ্চয়কেও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার