
গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন ইউনিয়ন রেজি নং- রাজ ৪১৫ এর শ্রমিক সদস্যদের কন্যা বিদায় উপলক্ষে অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়ায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুদান বিতরণ করেন উপজেলা বিএনপি'র আহবায়ক ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপি'র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি আবু নাঈম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ।
এতে মোট ১১০ জন শ্রমিককের মাঝে এই অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
রাজু