ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে জলবাযু ঝুকি মোকাবেলায় যুব-নেতৃত্বে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

প্রকাশিত: ২০:২১, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:২৩, ২৯ এপ্রিল ২০২৫

বাগেরহাটে জলবাযু ঝুকি মোকাবেলায় যুব-নেতৃত্বে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকারের সাথে জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নে জন্য যুব-নেতৃত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী লেডিস ক্লাব অডিটরিয়ামে এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এই প্রাক-বাজেট পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের নিজেদের সুযোগ নিজেদের তৈরি করতে হবে। বাইরের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সাশ্রয়ী ও দায়িত্বশীল হতে হবে। বিষয় ভিত্তিক অভিজ্ঞতা অর্জন জরুরী। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। টেকসই উন্নয়নের জন্য দক্ষ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। তবেই আমরা একটি উন্নয়নশীল ও মানবিক বাংলাদেশ গড়তে পারব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন। তরুণ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে সভায় উঠে এসেছে সম্পদের ন্যায্য বণ্টন, পরিবেশ সুরক্ষা ও যুব উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা সমূহ।


সভায় আরও বক্তব্য রাখেন,পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলার উপ-পরিচালক মো: আসাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান, সহকারীকমশিনার (ভূমি) এস.এম নুরুন্নবী, কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সোহরাব হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা  মোসাঃ নাসরিন সুলতানা, একশান এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর  মোঃ নয়ন হোসেন, বাঁধনের কোঅর্ডিনেটর সোহাগ হাওলাদার, প্রোগ্রাম অফিসার জুবায়ের সানি, সামিয়া সুলতানা, ইমরান আহমেদ, অর্নব মিস্ত্রী প্রমুখ।


সভায় বক্তারা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জরবায়ু পরিবর্তন বিষয়ে মোট ১২টি খাতে বাজেট বরাদ্দর জন্য আহবান জানান, খাতগুলো হলো, লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণ ও সংস্কারে বাজেট রাখা, জলবায়ু-অভিযোজনমুখী শিক্ষাক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা, পানির সংকট মোকাবেলায় রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম, নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ, গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ, এবং মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঘর তৈরিতে অনুদান বা লোন বরাদ্দ, লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ বরাদ্দ, বাজেটে নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বৃদ্ধি, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবল এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া।


যুব প্রতিনিধি অর্ণব মিস্ত্রি বলেন, “আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, তারা চাই এলাকার খাল ও জলাভূমি রক্ষা পাক। বাজেট বরাদ্দে যেন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু অভিযোজনসহ গুরুত্বপূর্ন বিষয়গুলো বিবেচনা করা হয় এবং এসব পরিবেশ বিষয়
অগ্রাধিকার পায়, সেই দাবিই আজ জানাচ্ছি।”


সামিয়া সুলনা বলেন, “তরুণরা যদি অংশ নিতে না পারে, তবে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাজেট পরিকল্পনায় আমাদের মতামত গুরুত্ব পাবে—এমন প্রত্যাশা করি।” অনুষ্ঠান শেষে একটি সুপারিশ প্রস্তাবনা পত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়।

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার