
ছবিঃ সংগৃহীত
কুমিল্লা কারাগারে গাঁজা সরবরাহ করতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়ে কামাল হোসেন নামে এক যুবককে মোবাইল কোটের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আটক যুবক কামাল হোসেন কুমিল্লা কোতোয়ালি থানাধীন কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকার আব্দুর রবের ছেলে।
কারাগার সূত্র জানায়, কামাল হোসেন নামের ওই যুবক মঙ্গলবার দর্শনার্থী হিসেবে কারাগারে এক বন্দির সাথে সাক্ষাৎ করতে আসে। এ সময় কারারক্ষীরা তাকে সন্দেহ করে তার দেহে তল্লাশী চালিয়ে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করে।মঙ্গলবার বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, আটক কামাল হোসেনকে গাজা রাখার দায়ে মোবাইল কোটের মাধ্যমে এক মাসের সাজা ও আর্থিক জরিমানার দন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রিফাত