
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হওয়া সিলেটের আলোচিত শ্রমিক নেতা জাকারিয়া আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান।
সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জাকারিয়া। এছাড়া সংগঠনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে পূর্বে থেকেই সমালোচিত ছিলেন তিনি।
জামিন শুনানির সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। জামিনে মুক্তি পাওয়ার পর শ্রমিকরা জাকারিয়ার গলায় ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান। পরে তারা আদালত চত্বরে মিছিলও করেন।
উল্লেখ্য, জাকারিয়া আহমদ বর্তমানে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসিফ