
ছবি: জনকণ্ঠ
হালুয়াঘাটে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে লগন নামে এক যুবক।
পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হওয়ার পথে হালুয়াঘাট বাঘাইতলা সড়কে পথরোধ করে মাইক্রোবাসযোগে অপহরণ করার সময় শিক্ষার্থী ও মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা আসা মাত্রই অপহরণকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে শিক্ষার্থীর মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রুবেল মিয়ার পুত্র লগন ও তার সহযোগীরা ওই এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা করে।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
রবিউল